শৈশব-কৈশোর ফেলে
যৌবন ছাড়িয়ে
এত বালি পেরিয়ে অতঃপর
এ কোথায় হেঁটে চলেছে মানুষ?


সামনে ধূ-ধূ কালোজল
ম্রিয়মান চরাচর।


পাহাড়-প্রান্তর ছেড়ে
গ্রাম-শহরের ঘাটে ঘুরে
এঁকেবেঁকে নদী,
কার টানে ছুটে আসে
সাগরের ভিতর?


আমি কান পেতে শুনি
ঝোড়ো হাওয়ার শব্দ,
গর্জন নিরন্তর।