ধুরন্ধর ধুলিঝড়ে অন্ধ হয়ে আছে আজ সব ;
যেইদিকে গহ্বর বেশি
সেই পথে বেশি বেশি ছুটে যায় তারা।
প্রেমহীন প্রীতিহীন যারা
দুই হাতে রক্ত মেখে নির্দ্বিধায়
নিঃশেষ করেছে যারা আপনার জনে
কখনো ধর্মের নামে
গণতন্ত্রের নামে,
ছলে বলে কেড়ে নিয়ে গেছে যারা
ভিটে-মাটি,তাবৎ সম্বল
তাদেরই কাছে নতজানু আজ সব;
তাদেরই মুখে কল্যাণ-দীক্ষা নিতে
যত উপাচার,আড়ম্বর
মানুষের ঢল।