যত বয়েস বাড়ে


যত বয়েস বাড়ে
কাছের সবকিছুই কেমন আবছা লাগে।
কাছের আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব
অনেক সময় ঠাহর হয় না
এমনকি স্ত্রী-পুত্র-কন্যার মুখও আস্পষ্ট,অচেনা।
যত বয়স বাড়ে দূরদৃষ্টি বাড়ে
পুষ্করিনীর জলে লাল-নীল যে ফুলগুলি ফুটেছে সকালে
সেগুলি যে নেহাত শালুক, পুজোর পদ্ম না
আজ আর বলে দিতে হয় না।
যত বয়েস বাড়ে,কুয়াশা স'রে অবাক হয়ে দেখি:
চেনা ঘর-সংসার ছাড়িয়ে
বহুদূরে দিগন্তে চলেছে যে পথ
তা' ভিন্ন কিছুই আমার না।