বুনেই চলেছি যত বাবুলের চারা
আজ তাই যেই দিকে চাই
ফলেনি কিছুই কাঁটা ছাড়া।
দিনে দিনে ঘর হারা,মাটি হারা
হয়েছি স্বজন-হারা
আজ তাই ছায়া নাই।


নিজেকেই নিজে দেখে আয়নায় চমকাই
এত রক্তপাতে আমারও কি হাত নাই?


বুনেই গিয়েছি যত বাবুলের চারা,
মিঠে ফল একটাও তাই বুঝি ধরে নাই ।