জীবনকে ছুঁয়ে
এই যে সিঁড়িভাঙা রোজ,বছর,বছর
এইদিন উৎসব।
এইদিন ফিরে দেখা
কিভাবে পেরিয়ে আসা
এতগুলি ধাপ,বন্ধু রেলিঙের হাত ধরে।
পিছলে কি পড়েছি কখনো,
পা কি কখনো কাঁপেনি ?
হাসি-কান্নায় ভেজা
পিছনে অনেক সিড়ি---
হয়তো বা
সামনে অনেক,অনেক কত আর
আমরা জানিনা।
শুধু জানি,
যত উপরে উঠছি
কমে আসছে সিঁড়ি ;
উঠছি কোথায় এখনো জানিনা
শুধু জানি,
যত উঠছি
কমে আসছে প্রাণবায়ু।


তবুও আজ,দুয়ারে জীবন
জীবন যে উৎসব !