মধ্যনদী পেরোলে


মধ্যনদী পেরোলে
জলের আর সে আকুলি-বিকুলি থাকেনা।
উঠতি মাছের ঝাঁক কমে আসে,
জলপ্রিয় পাখিগুলি উড়ে উড়ে ঠোঁট থেকে
মুছে ফেলে বাতাসের ফেনা।


মধ্যনদী পেরোলে
বৈঠা ছেড়ে,মাঝি একটু জিরিয়ে নেয়
গামছায় ঘাম মোছে ;নৌকোটাকে স্রোতে ছেড়ে
আমেজে একটা বিড়ি ধরায়।


বাসি-ফুল,মালা,শব,মাটির ভাঙা কলসি...
ঢেউয়ে ভেসে যায়।


মধ্যনদী পেরোলে
ধীরে ,ধীরে
পাড় জেগে ওঠে ;অন্য পাড় মুছে যায়।


(পুনর্গঠিত)