খেলা শেষ


এতটা বয়েস হলো,তবু খেলা পেলে
খোকন যেন কিছুই আর চায় না;
পড়াশুনা চায় না
কাজ চায় না,
খেতে চায় না
স্বাস্থ্যের খেয়াল রাখে না এতটুকু।


খেলা হলো।খেলা শেষ।
হাতে-পায়ে কাদা মেখেছে যেইটুকু
তাই ঢের;
লক্ষী সোনা,এবার ঘরে চল।
ঘরে চাল বাড়ন্ত,বাবার কাজ নেই
মা'র যে খুব জ্বর...
তুই না দেখলে
কে দেখবে বল্?


এতটা বছর গেল, ও খোকন,কবে
বড় হবি আর বল্?