এরপর থেমে গেলে সানাইয়ের চিৎকার
ফুৎকারে নেভে আলো
জাগে অন্ধকার।
বুকের খেলনা ভেঙে
প্রতিদিন বলি দিতে ছাগ
জন্ম যেন আরো এক আবর্তক সূচনার।
এরও পরে,নারী যেন হার মানা হার ;
কি অদ্ভুত !
কি করে যে বশ করে ধেয়ে আসা বাঘ
প্রেম দিয়ে,মেধা দিয়ে,অসহায়া সেই মেয়ে
পার ক'রে যত কান্তার
তিলে তিলে গড়ে তোলে
কবিতার সংসার
ফের দুজনার !