যে হারে সে বলে রিগিং,
যে জেতে সে হাসে,বলে নির্বিঘ্নে;
এমনটাই দেখে আসছি এতকাল।
ভোটের আগে,পরে
ঝিঁ ঝিঁ পোকার অনবরত চিৎকারে
কান ঝালাপালা,
ঘোলা জলে,যে যার মাছ ধরে ফিরে যায়।
একটা যুদ্ধও বন্ধ হয় না,
অশথের শুকনো পাতারা গোঁত্তা খেতে খেতে
একবার এ-পায়ে,একবার ও-পায়ে উড়ে যায়।
মায়ের বাতের ব্যথার মতো
রোগগুলি মাথা চওড়া দেয় আবার;
একটার পর একটা টেস্ট হয়,
তদন্ত কমিটি,
তারপর আবার একটা নির্বাচন।
ফয়সালা কিছুরই হয় না,ঝুলে থাকে
ঝুলেই থাকে।
যেমন মহাশূণ্যে
পৃথিবীটা ঝুলে থাকে অনন্ত-কাল।