সিধু-কানু এক ডহরের নাম;
ডহর মানে তো পথ।
বাস্তু-জমি-জঙ্গল থেকে উৎখাত হয়ে
প্রান্তিক মানুষেরা প্রতারিত হতে হতে
মুক্তি পেতে আজও
এই পথে হেঁটে যায়;
পলাশের ফুল,মাদলের বোল,বৃন্দ-নাচ ভুলে
বন্দুকের সভ্য নলের সামনে
তীর-ধনুক হাতে দাঁড়ায়।
শহুরে মানুষ খোঁজও রাখে না
যতই না কালো মানুষের রক্তে
লাল মাটি আরও লাল হোক,
দিকুদের পুলিশ তাদের যত গাছে ঝুলিয়ে মারুক,
বোনেদের ধর্ষণ করে,মেরে
রেললাইনে ফেলে যাক
ঋতুকালের শালফুলের মতোই
তারা ফুটে ওঠে ফের ভগনাডিহির মতো অনেক জঙ্গলে;
হুলের আগুন বুকে নিয়ে,পরস্পর ভাই হয়ে জন্মায়
বোন হয়ে জন্মায়,
যতদিন না স্বপ্নের দামিনি-কোহ্
তারা ফিরে পায়।