যতবার কুল ভাঙ্গে,বেনো জলে ভাসায় আমাকে
ততবার লোনা পলিমাটি বুকে
চুপিচুপি বীজ বুনি আমি।
যদিও জেনেছি, নিরর্থক পাথরের বল ঠেলে ঠেলে
পাহাড়-চূড়ার দিকে যাওয়াই জীবন,
তথাপি ক্লান্তিহীন হেঁটে গেছি
যেদিকে আলোক
ফুটে আছে অগনন।
যতবার ঝড় ওঠে
ঝড়ে ছেঁড়া বাবুয়ের বাসা হাতে বসে থাকি;
চেয়ে থাকি,ফের খড়কুটো মুখে ওড়া
উজ্জ্বল পাখিটির দিকে।