নিঃশব্দে চুরি হয়ে যাচ্ছে দিন।
বেনোজল যেইভাবে গ্রাস করে
আমাদের বসত জমিন,
বাঘে নয়তো কুমিরে
একে একে সেইভাবে টেনে নেয়
ছাগলের পাল,আস্ত গোয়াল,বেবাক যেটুকু ঋণ।
জীবনের ধন অতঃপর কিছুই থাকেনা বাকি।
উচ্ছিষ্ট আঁধারে
হাঁপরে
কোথাও আগুনের শিখা নেভে,জ্বলে।
দূরে,কঙ্কালসার মানুষের জটলা;
ফিসফাস,
ফিসফাস
কানে আসে।