এক টুকরো পাথর ভেঙ্গে গেলে
জোড়া লাগে না আর ;
জীবন কি পাথরের মতো?
এক খন্ড কাচ,অল্প আঘাতে চিড় খায়
সেই দাগ মোছে না কোনদিন।
জীবন কি কাচের মতো?
জল যত থাক আলাদা ঘটিতে
মেলালেই দেখি,
গলাগলি অণুতে অণুতে,
খুঁজেই পাইনা আলাদা অস্তিত্ব।
বুঝি,জীবন জলের মতো ;
মিলনোন্মুখ সতত।