জয় মা সরস্বতী,জয়
ওরা যেন পাশ হয় ;
পড়াশুনা তুমি কোরো,ওতে বড় ভয়।
এক ছেলে গান লেখে।গান গায়।
সবে আজ শাড়ি পরে
সেজে গুজে হিল তুলে গরবিনী যায়
ওরা যেন আজ হাসে,হেসে চায়,কথা কয়।
মুখচোরা ছেলেটির
সুন্দরী মেয়েটির
দুরুদুরু বুকে আজ কি হয়, কি হয় !
তোমারি পুজোর ছলে
কত মেয়ে, কত ছেলে
আজ তব পদতলে
ওরা যেন আজ পায় জয়,
জয় মা সরস্বতী,জয় মা জয়।
পাশ ফেলে কিছু নয়,
ওদের কানে কানে বোলো নিশ্চয়।