পরিত্যক্ত কাগজের ঠোঙা থেকে
নিষ্ফল চেয়ে থাকে শিক্ষিত অক্ষর
নাগরিক অলিতে গলিতে।
পুরুলিয়া, বাঁকুড়ায়
মাঠে মাঠে খাবারের কণা খুঁটে খায়
লাল পিঁপড়ে,ইঁদুরের দল।
ঝড়ে আর বন্যায় বিধ্বস্ত বাসন্তী
জীবনের ঝুঁকি নিয়ে অরণ্যে ঢুকে যায়,
যদি মধু পায়।
নষ্ট ডিমের খোলা হয়ে ঝুলে থাকে চাঁদ।
সদ্য যৌবন কড়া নাড়ে
এক দরজা থেকে অন্য দরজায়
--একটা সিভিক পুলিশ,একটা অস্থায়ী পিওন,
নিদেনপক্ষে একটা অনুদান!
রেশনে রেশনে ম্লানমুখ মানুষের সারি
শব্দহীন তারা কিছু চায়।
ট্রেন ভর্তি উদ্বিগ্ন মানুষের ভিড় প্রতিদিন
গ্রাম,শহর থেকে
শেয়ালদা,হাওড়ায় নেমে কোথায় হারিয়ে যায়।