সূর্য ছাড়া চলে না তোমার,
কাছে এলে, আর না
তাকানো যখন নিতান্ত দায়,
চোখ ঢাকো কালো চশমায়।
মেঘ এলে, ছায়া পেলে
শান্তিতে দুচোখ মেল,
মুখে কিছু বল না।
বৃষ্টি হয়ে ঝরলে এসে,
আঁচল মেলে ভেজই শেষে
চশমা তবু খোল না।


চোখের জলে চশমা ভেজা, মেঘ তা কি জানেনা!


সূর্য মেঘের এই যে খেলা,কাটিয়ে যাওয়া সারাবেলা
কিছুই তো নয় মিছে মেলা,
চশমা খুলে দেখো তারে,ফুটে আছে আকাশ ভ'রে
তারা হয়ে সন্ধ্যাবেলা।