এ যেন যাদুকরের খেলা, সেই এক ঘড়া জল।
নিঃশেষে উজাড় করে
কাল রাতে ঘুমোতে গেছে কবির কলম।
হাত মুছে অভিমানে
সব ছবি চলে গেছে বনে।
ধীরে ধীরে বুকের ভিতরে তবু
ফের জমে ওঠে খেজুরের রস
উদ্ভিন্ন যৌবনের মত উছলে এলে
সফেনে সঞ্চিত হয় হাঁড়িতে ।
এ যেন যাদুকরের খেলা,ওয়াটার অব ইন্ডিয়া,
সেই এক ঘড়া জল।


অবাক হয়ে দেখি,ফের খোলা ক্যানভাস
তৎপর কবির কলম।