আমরা সেই যে কখন ছোটবেলায়
হারিয়ে গেলাম মেলায়,ফেরা হল না আর।


আমাদের অবাক চোখে
সাজানো ছিল হরেক রঙের খেলনা,মিঠাই
তালপাতার বাঁশি,নাগরদোলার ঘূর্ণি।
এ-দোকান,সে-দোকানে ঘুরে
গরম পাঁপড়ে কামড় দিয়েছি যেই,
হাওয়া লেগে চুরমার।


তারপর,শুধু কোলাহল চিৎকার
কখন ভাঙ্গল মেলা,দেখি কেউ নেই চারিধার।
কত নাম ধরে ডাকলাম,কত নাম ভুলে গেলাম
কুড়িয়ে পাওয়া ময়ূর-পেখম ফেলে দিলাম
কেউ কি মালা গেঁথেছিল আমার জন্যে
সেই সকালে?ভুলে গেলাম।


ততদিনে,এতটাই পথ ভুলে ভুলে হেঁটে এলাম
ফেরা গেল না আর।


sb