প্রতিমা'র কাছে আলো,রোশনাই
সাজ,অলংকার।
আমার মাকে দেখি :
আদুর গায়ে
নীল পাড় রেশনের শাড়ি,
নিভু-নিভু আলোয় পূজোর সেলাই
ঘুম ভাঙবে যেই কাঁথা মুড়ি দিয়ে শুনব
মুড়ি ভাজার শব্দ,
হাঁসেদের প্যাঁক্ প্যাঁক্।
আমার মায়ের কি অলংকার ছিল কখনো?
আমার মা কি সুন্দরী ছিল?


প্রতি মা কেন প্রতিমার মতো নয়?
উত্তরে মা'র হাসি।সেই আলো।অমলিন।এক।
কি করে যে হয় !