কিছুই থাকে না


কিছুই থাকে না শেষমেশ।লতাপাতা।প্রেম।
যৌবন-কৈশোরের
প্রিয় দিনগুলিও থাকেনা ;
রঙিন মার্বেলের মতো হাত ফস্কে মাটিতে গড়ায়।
পিছু-পিছু ছুটি।ধরতে পারি না।
                      পুকুরের জলে পড়ে ডুবে যায়।


আগেকার মতো কিছুই থাকে না আর
রাস্তা-বাজার।কীর্তনমেলা।আমাদের ইস্কুল।
বন্ধুর দল....
                      
দিনের আলোও থাকে না একসময়।
তখন ফিরতি মানুষের ঢল।লাল ধুলো পায়।


সে-ধুলোও কি থাকে চিরদিন?
যত দিন যায়, খসে যায়... জলে ও হাওয়ায়।


sb