জানি তুমি ঘুমোওনি
চোখ বুজে শুয়ে।
হয়তো বা বহুদূরে
দিনভার ভুলে
মনে মনে স্নান সেরে
আঁচলটি মেলে
একা একা হেঁটে গেছ
জোৎস্নার বনে,
নদীতীরে আনমনে
সব স্মৃতি ছুঁয়ে
অশথের ঝরা পাতা
ঘাসেতে মাড়িয়ে
কাকে যেন খুঁজে ফের
কে জানে!
কার যেন মুখ ভাসে
কদমের তলে,
কার যেন ভেজে নাম
বালিশের জলে।
জানি তুমি এই রাতে
কাঁটা বুকে ভরে,
বোবা এক কান্নায়
আছো পাশ ফিরে;
জানি তুমি বিছানায়
চোখ বুজে শুয়ে,
আছো আজো পিপাসায়
একা ঘুম ছুঁয়ে।
...এই রাতও শেষ হবে
রাত হবে ভোর,
জানি,কাল শুরু হবে
নতুন প্রহর!!