তোকে মনে নেই ;
নদীতীরে দাঁড়ালে একাকী, মনেও পড়েনা সেই মুখ।
কুয়াশায় ঢেকে আছে পার্ক
তোর মুখ কোথাও দেখিনা।
আকাশেও তারাদের মাঝে তুই নেই
নেই হাসিমুখ ফুলেদের মাঝে
তুই কি কোথাও ছিলি কলেজে,ইস্কুলে ?
তোর ছোঁয়া লেগে আছে বাতাসে বাতাসে।
গন্ধ টের পাই
তবু তুই নাই নিকটে,সম্মুখে ;
তোর নাম ধুলো পড়া অক্ষর দক্ষিণী।
সকালের আলো বিকেলে হারালো ;
উঠোনে এখনও রঙ,আবিরের জেদি ছোপ।
বুকের ভিতরে ঘর
সেই ঘরে আজও কেউ ?
কতোদিন সেই ঘর
খুলেই দেখিনি .....