শব্দ ব্রহ্ম ,শব্দকে দাও শান
শব্দকে তীক্ষ্ণ করো, শব্দকে দাও প্রাণ
জ্ঞানের তূণীর থেকে শব্দ বাছ
শব্দ যেন বাণ।
দেশে দেশে দ্যাখো শাসকের ভয়
শব্দেরা দুর্জয়,
কান্না নয়
শব্দ ছুঁড়ে মারো ;
শক্তি নিহিত জেনো অণুরও ভিতর
পৃথিবী পাল্টাতে হানো
শব্দ আখর।