এখনও সাক্ষী বুলেটের খোল,
চাপ চাপ রক্তে ভেজা মাটি।
লোকটা সাধারণ ছিল, অতি সাধারণ।
সাধারণ ফুচকাওয়ালা,রিক্সাওয়ালা যেমন হয়
সাধারণ ঘরবাড়ি,ছেলে-বৌ
সাধারণ স্বপ্ন,স্বপ্নভঙ্গ।
লোকটা এত সাধারণ ছিল যে
ইদানিংকালের একটা প্রেমের কবিতাও
তার মুখস্থ ছিল না ;
ছুটে আসা বুলেটের রংটা পর্যন্ত
সে চিনে যেতে পারল না।


সে এও জানল না
সাধারণের রক্তে কত অসাধারণ নদী তৈরী হয়;
আর, সে নদীতে নৌকা নিয়ে এগিয়ে যাবার
প্রতিযোগিতায় নামেন
যারা অসাধারণ ।