ওইসব আমাদের নয় ;
আমাদের বিয়ে হয়,সংসার হয়।
সারাদিন খেটে যেতে হয়
দিনভর ঘেমে যেতে হয়
আমাদের নায়ক,নায়িকার মতো
কারুর চেহারা নয়---
রং নয়,পেট বুক নয়।
আমাদের রাত হলে শুতে হয়
ভোর হলে উঠে যেতে হয়
আমাদের সংসার হয়
মা দিদা,বাবা দাদু হয়
মা বাবার কাশি হয়,হাঁপানি হয়
আমাদের চারপাশে মশা হয়,
ইঁদুর,ছারপোকা হয়।
ওইসব সিনেমায়,সিরিয়ালে হয়
সবকিছু নাটকে,নভেলে হয়;
আমাদের বিয়ে হয়
বিয়ে হ-লে,শুতে হয়
একটাই বৌ হয়,বর হয়।
ওইসব
গল্পে-কবিতায় হয়।