আপাতত:শান্ত সব।
পাথররর টুকরাগুলি,ইঁটের টুকরোগুলি
ছড়িয়ে ছিটিয়ে আছে গলির রাস্তায়।
নর্দমায় আর কোন লাশ পড়ে নেই।
আপাতত: মাথায়-বারুদ দেশলাইয়ের কাঠিগুলি
খাপের ভিতরে ঢাকা;
আশেপাশে শুধু পোড়াগন্ধ,ছাই।
জানি,অনুকূল বাতাসে
ছাই চাপা বুকে ফের
জেগে উঠবে লাল-আগুণ; আর সে আগুণে
পুড়ে খাক্ হবে সম্প্রীতির ডালপালা,
ভাইকে পোড়াবে ভাই।


কুকুরের ঘেউ ঘেউ,বালতি ভরে জল ঢালা
তারপর তখনো চলবে।


(সাম্প্রতিক দিল্লি দাঙ্গার পরিপ্রেক্ষিতে)