বিজয়ীর প্রতি


পরাজিত যারা,বারবার হেরে যায় যারা
তারা শুয়ে থাক মাটির উপর।


জনা কুড়ি লোক উঠে যাক
অ্যাসবেস্টসের চালার মাথায়,
বাঁশ দিয়ে পিটিয়ে তার ঘর ভেঙ্গে দিক।
কেউ এসে টেনে আন
হাতজোড়,কাঁচুমাঁচু ও-দলের পঞ্চা বা পাঁচুকে,
কেউ এসে ইঁট দিয়ে থেঁতলে দিক মাথা।
তার বৌটাকে কৌরবের রাজসভায় টেনে আনা হোক,
স্বামী তার ফের হেরেছে পাশায়।


পৃথিবীটা তাদের না,যারা হেরে যায়


যে বিজয়ী বিজিতের কান্না শুনতে পায় না
সে ইতিহাস জানে না;এই কথা বলে
রাতপাখি উড়ে চলে যায়।