প্রতিবন্ধীর প্রতি


এই যে তুই তোরই মতো,আমার মতো যে নয়
তাই বলে তুই প্রতিবন্ধী,তাই কখনো হয়?


হয়তো কারো হাঁটতে বাধা,কেউ পায় না শুনতে
কারো চোখে অন্ধকার,কেউ পারে না কইতে।


ভগবানের রাজ্যে জানিস নানান প্রকার ফুল
দূরের থেকে আমরা দেখি, চিনতে করি ভুল।


মিলটনের নাম শুনেছিস,গ্রীসের কবি হোমার?
বলতো দেখি কে ছিলেন অন্ধ-বধির কেলার?


এক পায়ে সুধাচন্দ্রন থেমে ছিলেন নাকি?
অন্ধ হয়েও লুই ব্রেইলি আলো দেখান নি কি?


এডিসন,বিটোফেন...আরও কতই আছে
মেধায় ছিলেন স্টিফেন হকিং,কেউ নেই তার কাছে।


তোরও আছে স্বপ্ন জানি,আকাশ ধরার সাধ
কে করেছে মানা তবে,কে দিয়েছে বাঁধ?


ব্যাঙ্গ তোকে কেউ করেছে?দাবাতে চায় কেউ?
জানিস ওরা আসবে-যাবে,ক্ষণিকেরই ঢেউ।


বুঝে নিবি তোর অধিকার,ভিক্ষা চেয়ে নয়
কান্না মুছে উঠে দাঁড়া,জয় হবে নিশ্চয়।


হয়তো অনেক বাধা পাবি,রাখবি মনের জোর
লক্ষ্যে স্থির থাকলে দেখিস,
                              পৃথিবীটাই তোর।


*সহমর্মিতার সংবেদন