মন বৃন্দাবনের এই ধারা,---
রাধার কৃষ্ণ পাওয়া হয় না
কৃষ্ণের রাধা; মাঝখানে আয়ান
আয়ানের সাথে রাধার নিত্য বসবাস
অথচ নিত্যই যে বংশী ডাকে,বংশী বাজে
কদমতলে বাঁকার।
জীবনভর যত চাও, এই ধারা ---
রাধা কৃষ্ণ পায় না,কৃষ্ণ রাধা পায় না
আয়ান,রাধাকৃষ্ণ পায় না।
শুধু এইটুকু বুঝে নিতে
শেষ হয় কুসুমের কাল,বৃন্দাবন বেলা।
যমুনা পুলিনে একদিন
সে রাধাও থাকে না
কৃষ্ণ থাকে না
আয়ান থাকে না ;
জেগে থাকে দীর্ঘশ্বাস,আর
বাঁশি থাকে পৃথিবীতে,
এই ধারা।