জয়-পরাজয়


যে জয়ী,এই মালা থাক তার জন্য
তার জন্যে মঞ্চ,সূর্যের সব আলো থাক তার জন্য।
আর যারা হারে বারবারে,থাকে অন্ধকারে
তাদের জন্যে থাক চাঁদ-তারা,জোনাকিরা
কিছু শুভেচ্ছাও থাক তাদের জন্য।
তাদের জন্যে ঘেমো শার্ট,কম পয়সার কাজ
তাদের জন্যে খুপরির ঘর,
রেশন দোকান খোলা থাক আজ।
থাকলই বা তাদের জীবনে কেবলই রাত্তির বা সন্ধে
তারাও যেন বেঁচে থাকে
ভাল-মন্দে-আনন্দে।
শুধু দেখো,কিছুতে
তারা যেন হারিয়ে না যায় গ্লানিতে।
দিনের শেষে কে হারে,কে-ই বা জেতে
যখন সব কিছুই অনিত্য
এ-পৃথিবীতে!