নিউক্লিয়াস


    পৃথিবীতে খাঁটি জিনিষ একটাই।মন। বাকী সবই
     মনের ডিগ্রীর পারমুটেশন-কম্বিনেশন। ভালো-মন্দ,সাদা-কালো,
     ঈর্ষা-আনন্দ,মনেরই এক-একটা প্রকোষ্ঠ যাকে সুবিধেমত
     ব্যবহার করে চাবি দিয়ে দেওয়া যায়। দেহ বলে যা আছে
     তা মনই। মনখারাপের বিকেলগুলো তাই এত দামী।


           কচ্ছপ


      বাণিজ্যেতে যাবই প্রতিজ্ঞা করেই ছুট লাগিয়েছি
     রূপোলী নদীর পাড় বেয়ে।নদীর পাড় বলেই পথ ছিল
    খুব স্পর্শকাতর । বারে বারে আমার পা বসে যাচ্ছিল
      নদীর চড়ায়। আর কিছু দূরেই অরণ্য ছিল বলে শ্বাপদের
    ভয়ও নেহাৎ কম ছিল না ।এর ওপর অনিবার্য ঝোড়ো
     হাওয়ার  সাথে অন্ধকার করা বৃষ্টি। তবু আমি যাবই ।
     প্রতিজ্ঞা ভাঙবো না ।