নদীর স্রোতে ভাসিয়েছ যে তরী
দিকভ্রান্ত বলে ভুল কোর না তাকে
নান্দনিক ছোঁয়ায় ফুলে যে যায় ভরি
গ্রহান্তরের আলো পড়লে বাঁকে


পেঁজাতুলোর মত মেঘ ছিন্নবিছিন্ন
গুছিয়ে তোল তাকে আকাশ ভরে
মুখ কি কেবল ভরাট করার তুলি
সূক্ষ্মতাকে আনবে যে হোক করে
আগুনেরও রঙ আছে
জলের মত নয়  
আলিঙ্গণ করে দেখো
শিল্প যেন হয়।