'তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি'
শান্তিনিকেতনের রক্তপলাশ কিছুটা ম্লান হয়েছে নাকি
তোমায় নিয়ে উৎসব আর তোমাকেই ভুলে
অজস্র মানুষ নিজেদের তৃপ্ত করে আশ্রমের কোলে।


'তুমি যত ভার দিয়েছ সে ভার  করিয়া দিয়েছ সোজা'
আমরা অনুগামীরা তাকে মনে করেছি কেবলই বোঝা
জানতে বড় ইচ্ছে করে তোমার আশ্রমে তুমি
আছ কি এখনও ভালবেসে নিজ ভূমি!