আমি যখন ছিলেম অন্ধ
     তখন একপাশে ছিল ভালমন্দ
     আর একপাশে ছিল তোমারই কবন্ধ
     কবন্ধ মানে মাথা নেই  যার, মুন্ডহীন ধড়
    মাথাটি খুইয়েছ ভাল,যখন পুরুষের অহং করেছে ভর



     আমার ইচ্ছে অনিচ্ছে সব কিছুকেই করে হেলা
     আগুণে সমর্পণ করে চলেছিল আমার তোমার খেলা
     কখনও তুমি বন্দী কখনও আমি বন্দী
                      সেটা যে বাঘবন্দী খেলা!
    
  তুমি কি জানবে উদাসী সে সব  
                              পাতাঝরা কথকতা
       আকাশে তখন উদ্দাম মেঘ
                             বৃষ্টি ঝরার ব্যথা
    
  অথচ বন্ধু দু'হাত বাড়িয়ে নিঃশেষ মুদ্রায়
  চেয়েছি তোমার প্রসন্নতা আয়োজিত সন্ধ্যায়
   সত্যি বলবে অনুভবে আজ তুমি কি রেখেছ মনে
     কী সেইদিন কী সেইরাত কেটেছে সংগোপনে


   হায় রে প্রেমিক! ছুটে গেছে ঘুম লুটে গেছে আশ্লেষ
   জন্মমৃত্যু পাতা ঝরে যায় তুমি তো নিরুদ্দেশ !