তেমন একটা ঈশ্বর থাকলে
আমিও দেখাতাম কাকে বলে সার্কাসের খেলা
  তেমন একটা  ঈশ্বর থাকলে
   আমিও সমুদ্রের শঙ্খে তুলতাম গর্জন
   তেমন একটা ঈশ্বর থাকলে
   শরীর ফুঁড়ে বের করতাম বনমহুয়ার গন্ধ,
    তেমন একটা ঈশ্বর থাকলে......
  
  গোলাপের কাঁটা তুলে ফোটাতাম হাস্নুহানা
   আমার মরে যাওয়া স্বপ্নকে বিদ্যুুৎপৃষ্ঠ করে
  ফিনিক্সের নিঃশ্বাস বহাতাম
     সমুদ্রের চলমানতাকে তাই ঈর্ষা করি
     ঈর্ষা করি তটিনীর গান ,

  
   তেমন একটা ঈশ্বর থাকলে
   বনে অলৌকিক ম্যাজিক দেখাতাম ......
  
  কিন্তু ঈশ্বর নিরুদ্দিষ্ট।কোন একদিন
  দৈনিকের পাতায় দেখি জরুরী ঘোষণা
  'দেবতা অন্তর্হিত'
  সেই থেকে ঈশ্বর নিরুদ্দেশ
   সেই থেকে দায়হীন পৃথিবী..উত্তরবিহীন....