এখনও যথেষ্ট ভদ্র ‌আছি। গাছে গাছে দিয়েছিল যে বেদনা,
      বর্ণসম্পাতে সবই মেঘে সমর্পণ করেছি,--
      যা মেঘ হোর্ডিং-এ সাজিয়ে রেখেছে।দেখার হলে
      কেউ দেখবে, না হলে দেখবে না।


      এখনও রাগে ধুন্ধুমার হই নি। পৃথিবীর দূষিত বাতাস  
      এখনও টেনে নিচ্ছি সোৎসাহে। বুকে বারুদ জমে থাকা সত্ত্বেও।
       এখনও টাকার অঙ্কে পৃথিবীকে মাপছি।
      দেঁতো হাসিতে ভরিয়ে ফেলছি সভাগৃহ।


      ভায়েরা,বোনেরা।নতজানু না হই, কুর্নিশের প্রক্রিয়াটা
      রীতিসম্মত। পিরামিডের মত নির্নিমেষ দৃষ্টিকে দাঁত
     কিড়মিড় করে শাপান্ত করি না ঠিকই,তবে
     গরম ভাতের গন্ধে গৃহস্থ সজাগ হলে
     অন্ধকার রাত্রিতে থালা বাড়িয়ে ধরি -----এখনও।


     যথেষ্ট ভদ্র কি নেই?