একদিকে পুকুরের জল,এঁদোডোবা আর একদিকে
      ঝর্ণার জল--যে নদী হয়ে বয়ে যায়
     ঘেঁটুফুলের ঠিক পাশেই  দ্রাক্ষাবন আর গোলাপ বাগান
     আমাকে শেখায়নি কেউ----
     তবুও বাজিয়ে দেখার জন্য বিশেষজ্ঞ আনা হয়েছিল


     আইজাক নিউটনের সঙ্গে আইজেন হাওয়ারের
     তুলনা করছিনা
     তবে চায়ের কাপে তুফান তোলার জন্য
     সিমলা চুক্তি জাতীয় কিছু হওয়ার দরকার ছিল
     কারণ পৃথিবীটা বেঁচে থাকার পক্ষে একটা ভাল জায়গা


     কাল কাগজে একটা পাঁচ কোটি বছরের পুরনো
     মাছের ফসিলের ছবি বেরিয়েছে
     পাথরের ফ্রেমে যেখানে তার চোখে প্রেম না ব্যঙ্গ
     তর্ক শুরু হল--
    মিউজিয়মের চোখ আপাততঃ ঐদিকে থাকুক
     কিন্তু কমপক্ষে একটা সময়ের ব্যালান্স শীট তো দরকার!


    নইলে মাদাম কুরির মত আবিষ্কার যারা করবেন
    সেগুলোকে ধারণ করার মত ভবিষ্যৎ জরায়ু দেবে কে!