ভেবেছিলাম রাত্তির দিন ভাবতে ভাবতে
  পেয়েই যাব তোমায় আমি----
   কোন কবি এক বলেছিলেন যে কোন লোক
   কাউকে যদি ভালবাসে পাবেই পাবে,
   অন্তরে তাই লিখতে লিখতে কথার সারি
    পুস্তিকা বা কাব্যকথা হয়েই যাবে----
   এই শহরের রাস্তা জুড়ে ঘুরে ফেরে
    চক্ষু দুটি বাসের ফাঁকে গাড়ির ভীড়ে কোথায় বা সে
    কোন গলিতে ,পার্কে বসি ঘাসের ফাঁকে আড়াল থেকে
   সেই কি ডাকে! সেই কি ডাকে!


    অন্ধকারে ঝিল্লী ডাকে,জ্যোৎস্নারাতে চাঁদের ফাঁকে
    খুঁজতে খুঁজতে হয়রান হই
     ইচ্ছেভরা হৃদয় নিয়ে রক্ত ঝরে ,
    তারই মাঝে জয়ের ধ্বনি গভীর শুনি
     শেষ বিকেলে একটু আদর ,কেবল তোমার কথার মতন
      কামের কথা যামের কথা ঘাম বিনিময় তারই সাথে


     আজও আমার হয়নি বলা ,হয়নি আমার আলো জ্বালা
    জ্বালতে আমি চেয়েই ছিলাম,একটু স্বেদ রক্ত মাটি
    আনন্দে তাই ছুঁয়ে আছি


     দেবে আমায়? লুকিয়ে আমি চেয়ে আছি