এখনও সময় হয়নি লখিন্দর
স্বর্গের পথ এখনও রয়েছে বাকী
এ সময়টা ঘুমিয়ে নাও,তুমি ঘুমিয়ে নাও
আমি ভালবেসে,ধৈর্য ধরে তোমার পাশে আছি।


আকাশে উড়ছে চিল,উড়ছে শকুন,উড়ুক
উড়ুক তবে উড়ুক ওরা,যার যা খুশি করুক
আমি কেবল চেয়ে আছি অনিবার্য বাতিঘরের  দিকে
যেখান থেকে পড়বে আলো তোমার মুখে তোমার চোখে
হাত বুলিয়েছি আদর করে সাপে-কাটা বেদনায়
চাদর দিয়েছি বদলে সোনা,নোংরা বলে দিও না যেন ফেলে
কোনো ধুলো না পড়ে ওতে তোমার কষ্ট না হয়
তুমি যে সওদাগরের ছেলে


কোনো চিন্তা নেই তোমার,কেউ তোমাকে পারবে না ছুঁতে
আমি ধূপ জ্বেলেছি আগুণও জ্বালা ভেলার চারিভিতে
গলাদেহের পচাগন্ধ ছড়ায় বড়,ঢাকা দিয়েছি সাম্পান
শোনো আমি গাইছি বেদগান


যাতে পৃথিবীর কুদৃষ্টি না পড়ে তোমার পরে
যাতে আকাশ থেকে নক্ষত্রেরা পুষ্পবৃষ্টি করে
যাতে আমার ব্যাঘাত না হয় ভেলায় চলা ভেসে


আমি তোমার সঙ্গে আছি ভালবেসে ভালবেসে