দূর থেকে একটা শঙ্খচূড়ের ফোঁসফোঁসানি শুনতে পাচ্ছি
তার নিঃশ্বাসের উষ্ণতা আমাকে ঠেলে তুলছে।
আলাদীনের উড়ন্ত কার্পেট।মনে হ'চ্ছে এক্ষুণি পুশ-বাটনটা
টিপে ধরলে ম্যাজিক কার্পেট  উড়তে শুরু করবে
আর একটু পরেই চলে যাব মেঘের কোলে


যেখানে রোদ হেসেছে----
প্রেক্ষিতকে সরিয়ে রক্ত মাংসের শরীর
একের পর এক সিঁড়ি উঠে স্বর্গ থেকে ডাক দিলে
ঝুরঝুর করে পুষ্পবৃষ্টিও নামতে পারে
বাঁদিকে গ্যালারি দিয়ে বাঁই বাঁই উঠে গেলে
টয়লেট।ডানদিকে বোবা টেলিফোন


কার্পেট চড়েই টেলিভিশনে দেখবো
কাঁকড়ার চচ্চড়ি কিভাবে রাঁধতে হয়


একটা প্রশ্ন অবশ্য থেকে যাচ্ছে
চরম মুহুর্তে ডাকবো কাকে
যদি হঠাৎ রাত্রে খাট সোজা লম্বা হয়ে দাঁড়িয়ে পড়ে
যদি খাটের তিনটে ধাপ এক হয়ে যায়!
ফণা তোলা শঙ্খচূড় তখনও আমার সামনে
ফোঁসফোঁস করে চলেছে