নিয়মে আজকাল কিছুই হয় না।
  আগাম পরিকল্পনা করে রাখলেও বেশিরভাগ ক্ষেত্রেই
  তা ব্যর্থ হয়। অথচ তা না করলেই
   পাবলিক বলবে হঠকারী।
   আজ সকালে ভেবেছিলাম রাঙা সূর্যের বন্দনা দিয়ে
    দিন শুরু করবো।সিঁদূরের টিপের মত সূর্য
    যেন ছবিতে আঁকা সূর্যের ঘুমভাঙ্গা----
    অথচ হল না! সকাল থেকেই টিপটিপ বৃষ্টি,
    নতুন বছরে যে শপথ নেওয়া গিয়েছিল
    সবটাই মাটি!


    বিকেলে ভাবা ছিল সারাক্ষণই আজ রবীন্দ্রসঙ্গীত গেয়ে
    দিনটা উদযাপন করবো।রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কীই-বা
    আছে আমাদের!মনটা ভরে ছিল।
    কখন সন্ধ্যা হয়, শুধু অপেক্ষা....
    দুপুরে পাশের বাড়ীর ভদ্রলোকের মা চলে গেলেন
    সুর কেটে গেল।আর মুড নেই।আমাদের ছায়া....


     সংস্কার আছে
     বছরের পয়লা যা করবো,সারা বছর তাই--
     বাড়ীর লোক নোটিশ দিল----পয়লা কোন অশান্তি নয়,


   কিন্তু প্রথম দিন থেকেই যদি
  সব ওলটপালট হতে শুরু করে
  তবে সারাটা বছর আমার কেমন যাবে
  ওগো আমার ২০১৫ সাল


  ব্যালান্স হারিয়ে যাবে না!