কোনো পাখিকেই আজকাল চিনতে পারি না
      দেখতে দেখতে সব পাখিই ডাইনোসর হয়ে যায়।
     বিবর্তন কি উল্টোদিকে হাঁটতে শুরু করেছে!
     আশ্চর্য হলুদ আলো মুখের ওপর পড়েছে ভেবে
     যেই না ঘাড় ঘুরিয়েছি
     ওম্নি বজ্রপাত,বিদ্যুৎ,ভারী দুর্যোগ!


      সেই ডাইনোসরের যত ইচ্ছাপূরণ কর,মাগো,
     অতবড় চেহারার,তাকে দাও ডানা,
     মাটি থেকে আকাশ ,আর আকাশ থেকে দূর দিগন্তে
     ইচ্ছেমত সে  ঘুরে বেড়ায়
     জন্ম-জন্মান্তরে আমি ভ্যাবলার মত তাকিয়ে থাকি কেবল!


     কিন্তু সব যে উল্টো হয়ে যাচ্ছে!
      পাখিগুলোই যে আজকাল ডাইনোসর হয়ে যাচ্ছে।


      আমাকে ডাইনোসরই করে দাও,মা,
      যাতে অন্ততঃ ইচ্ছেপূরণ করার একবার যেন সুযোগ পাই!