রাধার যে কী হল নিরন্তর দন্তরে ব্যথা
এখন বিরলে বসে রাধা শোনে
যে যা বলে সবারি কথা।


কৃষ্ণের বাঁশি শুনে যাবার কথা ছিল বিকেল পাঁচটায়
বহুকষ্টে দিনটা জোগাড় হয়েছিল শেষটায়,
মোবাইলে কৃষ্ণকে কোথাও মিলছে না
ওঃ,রাধার যেন দাঁতে ব্যথার সময় আর পেল না!
শ্রীদাম সখা বলেছিল কৃষ্ণের দ্বারকা যাবার কথা
কিন্তু রাধা সে সব ভাববে কখন,তার যে সুপ্রচুর দন্তরে ব্যথা!


মথুরা ছেড়ে কানু কাল চলে যাবে দ্বারকায়
এ যাত্রা আর দেখা হল না কৃষ্ণ আর রাধায়!
এ্যাপয়েন্টমেন্ট মিস্ করতেই রাধা চটে লাল
কারণ দাঁতের ব্যথাটা চাগিয়েছে ,এমনই কপাল
বসিয়া বিরলে রাধা এখন গার্গলে ব্যস্ত
বৈদ্যের উপদেশ,তা' করতে হবে উদয়াস্ত
ষোড়শ গোপিনী এই সময় চান্সটা যাবে পেয়ে
দন্তহীন হাসি হাসে জটিলা বুড়ী।কী হবে গো মেয়ে!
কৃষ্ণ,শ্রীদাম,ললিতা-বিশাখারা বলেছিল বটে
দাঁত 'মেনটেন' হবে রাধে, শুধু 'বিশুদ্ধ ক্রলগেটে' ।


তোমার দন্তরে কী আছে অন্তরে এ জানে কেবলই বৈদ্যতে
এখন দেখ তুমি কী আছে প্রায়োরিটি কৃষ্ণ অথবা দন্ততে।


তথ্য--কাল্পনিক