'লেট দেয়ার বি লাইট এ্যান্ড দেয়ার ওয়াজ লাইট'---বাইবেল


আজ বসন্তদিন
ক'দিন ধরেই আগুন রঙে চারিদিক লাল
পলাশ-কৃষ্ণচূড়ার হাত ধরে এসে গেছে দোল
আবেশে বুজে আসে চোখ।
আজ বৃষ্টিরও দিন ছিল,ক্যানভাসে এঁকেছি তাই আগুন-নদী
অন্ধকার নামলেই শুনি রামা-হৈ রামা-হৈ
আকাশে বাতাসে আরো বেশি কিছু সুখ আছে


সে কি ভালবাসা?ভালবাসা কই!


বৃষ্টিতে আর রঙে মাখামাখি
বর্ষার প্রেম আর বসন্তেরও---হোলি উৎসব যে প্রেমের!
গুপী-বাঘা যেন হাতে তালি দিয়ে বলে
বর্ষা বসন্ত হয়ে --'চল কলকাতা'


নেমে দেখে সব অশুভ পুড়ছে,যা কিছু মলিন
দাউ দাউ জ্বলছে আগুন
আগুনের লাল রঙে সব কালো সাদা হয়ে যাচ্ছে
চাঁচরের আলোয় চারিদিক আলোকময় ,হে জীবন..