মেরেছ কলসীর কানা
             তা' বলে কি প্রেম দেব না!
                    ----


শীত চলে যাবে বলেছিল, চলে গেছে
তার আগে এসেছিল ভালোবাসা ভালোবাসা
পলাশের রঙে  সেজে ।
এ বাসন্তিক গ্রন্থিরস এনে দিল অদ্ভুত চেতনা
যে চেতনায় মানুষ ওম্নি ভালোবাসে
যে চেতনায় মানুষের মনে বয়ে যায় প্রীতির বন্যা
তাপযন্ত্রে পেয়ে যাবে একশ' চার ডিগ্রী তাপ
ভালোবাসার জ্বর----
এসে গেল হোলী,আবিরে আবিরে রাঙা
'হোলী হ্যায় হোলী হ্যায়' আনন্দের স্বর।


পথে ঘাটে ধুলো ঘাসে রঙের ফোয়ারা
ফুলে ফলে হুল্লোড়ে আবিরে মাতোয়ারা,
দেখে নেয় দোলযাত্রা কেউ দুঃখ পাশে রেখে
পূর্ণিমা চাঁদের রূপ আরও হাসি-সুখ মেখে,
আলোকের ঝর্ণাধারা ছড়ায় প্রেমের সাথে


মানুষের চৈতন্য বেরিয়েছে পথে....