ইচ্ছে হ'লেই কি সৃষ্টিকে ভাঙ্গতে পারো নাকি!


শুনেছি বরফযুগ এসে যাবে শীঘ্রিই
সমস্ত প্রাণীকুল এমন কি মানুষ পর্যন্ত লোপাট হয়ে যাবে


জানি আগুনের পাখায় ভর করে
উড়ে যাওয়া যায় অন্য মহাকাশে,
কিন্তু খেলতে ভালো না লাগলেই সব খেলা তো
এলোমেলো করা যায় না


মঙ্গলে ঊষা বুধে পা দিতে চাইছে পৃথিবী
লোক বাছাইও সারা--গেলে আর যাবে না ফেরা
কিন্তু মঙ্গলের ভর শূণ্য,এ আনন্দ-লম্ফ দেখবে কে
বিড়াল কুকুরও নেই তো ,শুধু নিজে!


এ কেবল তোমার কবিতা নয়
এখানে পূজা আছে, প্রতিমা আছে, অস্ত্রসজ্জাও আছে
ভালবাসার মন্দিরের ঠিকানাও আছে
অন্ত থেকে অনন্তের পথে এ এক অপরূপ যাত্রা


সাধ্য কী তোমার
ইতিহাস-ভূগোল-বিজ্ঞানকে তুমি এক করে দেবে!