মানুষের মনের ছায়া নাকি সারা দেহে ছড়িয়ে পড়ে


শুনেছিলাম একটা সেমিনারে,বিশ্বাস করিনি
মনের আবার ছায়া কী!খুব অবাক লেগেছিল
মঞ্চে উঠলেই জ্ঞানের নেশা লোককে যেন পেয়ে বসে
তারপর জ্ঞান উথলে বকা আর বকতে পেলে জ্ঞান
অথচ শুনতে হবে


আমি শুনছিলাম না।
কোথাও গাছের পাতারা ঝরে যাচ্ছিল
তার ঝুরঝুর শব্দ আমার কানে আসছিল,
কোথাও কোন গাছে একটা পাখি ডাকছিল
আমি তার গান শুনছিলাম


যাক,সব ব্যাপারে অত নাক গলালে চলে না
তার চেয়ে আমার স্টাডির পাশে বকুল গাছটায়
একটা গিরগিটিকে রোজ দেখি---
গাল ফুলিয়ে গলা উঁচু করে চারিদিকে কী যেন খোঁজে,
আমার কৌতূহল বেড়ে যায়
গিরগিটি সম্বন্ধে আমার জ্ঞান বাড়ছে


একমাস কেটেছে কি কাটেনি
মা একদিন বললেন'ও কি বাবুই,
আজকাল অমন গিরগিটির মত ব্যবহার কেন রে তোর,
গাল ফুলিয়ে গলা উঁচু করে এদিক ওদিক তাকাস কেন!


চমকে উঠলাম....