মেঘকে দূত করে যক্ষ অলকাপুরীতে বার্তা পাঠিয়েছিল
সেই কবেই,কালিদাসের আমলে
সে বার্তা কি পৌঁছেচে!
নাকি মেঘ আজও চলেছে,পথ যে দীর্ঘ
আর যক্ষপ্রিয়া যে আজও অপেক্ষা করছেন---কবে তাঁর 'প্রিয়'
নির্বাসন পার করে তাঁর কাছে ফিরে আসবেন!


মেঘই বা কী করে পৌঁছয়!
একে মেঘ তার ওপর যেখানেই দেখে
শুকনো গাছ শুকনো মাঠ শুকনো মানুষ শুকনো নদী
তাকে উজাড় করে বৃষ্টি নামাতে হয়
তারপর আবার তাপ আবার মেঘ---চক্র চলতেই থাকে
যক্ষের যে এইরকমই অনুরোধ ছিল!


কোন একটা অঙ্কে যেন ছিল--একটি কঞ্চি বেয়ে...
আড়াই ফুট ওঠে...তিন ফুট নেমে যায়...ওঃহো!


মেঘ এক ফার্লং এগোয় তো তিন ফার্লং পেছিয়ে
বৃষ্টি দান করে
ও মেঘ,যক্ষপ্রিয়ার আর কত পরীক্ষা নেবে গো!


ওদিকে যক্ষিনী তো আবেশে ঘুম ঘোরে
সে জানে যক্ষের বার্তা তার কাছে পৌঁছবেই
কালিদাস আছেন না!
জনপদবধূ,বিরহিণীর সৌন্দর্য দেখতে দেখতে
মেঘ নিজেই চলে অভিসারিকা হয়ে


আসলে মেঘ বার্তা নিয়ে পৌঁছে গেলেই তো
সব ভাবনার অবসান
বরং চলুক না এই অভিসার যাত্রা


যক্ষপ্রেমের ইলাস্ টিসিটি যে অনেক বেশি
যক্ষপ্রিয়া জানে এই গোপন কথাটি
          ------------
উৎস----কল্পনা।