এই একখানা ক্যানভাস রাখলাম
আমার চোখের সামনে।সাদা ক্যানভাস।
তার ওপর কত কী ঘটছে,আমি সব দেখতে পাচ্ছি
আকাশ ,দিগন্ত,সমতল মাটি ---যুদ্ধক্ষেত্রও দেখতে পাচ্ছি
ওই, ওই তো কুরুক্ষেত্র,আলেকজান্ডার,কুশানরা যুদ্ধে যাচ্ছে
ওই তো,--তাড়াও ,নাদির শা'কে তাড়াও!
ধোঁয়ায় ভরে গেল পৃথিবী,গুলি-বারুদের ধোঁয়া
যুদ্ধবিমান যাচ্ছে,প্রথম,দ্বিতীয় বিশ্বযুদ্ধ হ'চ্ছে


তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করার জন্য পথ আঁকলাম
মেঠোপথ আর সবুজ গাছপালা।শান্ত হ'ল সব
বাঁশি বাজাচ্ছে কে!কৃষ্ণ নাকি! ও হরি!চৌরাশিয়া
হরিপ্রসাদ চৌরাশিয়া!আহা! বড় ভাল বাজাচ্ছেন।ইমন।
অন্তরের সব ভাব নিঙড়ে বাজাচ্ছেন
প্রকৃতিতে শান্ত সমাহিত সুরের মায়া ছড়িয়ে দিচ্ছেন
বাজাক। বাজাতে দাও। বড় শান্তি
এতক্ষণ যা যুদ্ধের দাপট চলছিল!


এই আঁকলাম মোগল-প্রাসাদ আর এখানে আঁকলাম সমুদ্র
যেই না সমুদ্র আঁকা,ওরে বাবা!
অমনি একটা দাঁত-বার করা হাঙর
তেড়ে এল আমার দিকে। উরেব্বাস!
সাদারঙের কৌটোটা ছড়িয়ে দিলাম ক্যানভাসের ওপরে
হাঙরটা চলে গেছে।বাব্বা! হাঙরের জায়গায়
এবার আবার যুদ্ধক্ষেত্র


বীভৎসের চেয়ে তো বীররস ঢের ভাল