কেউ কেউ ধোপদুরস্ত শেরওয়ানি আর কুর্ত্তার সাথে
বিলিতি পারফিউমের হাল্কা প্রলেপে
তোমার স্মরণসভায় এসেছিল


ধূপ জ্বলছিল নিঃসাড়ে
বড় বেশি করে মনে পড়ছিল কবি
তুমি এখানে উপস্থিত থাকলে
হয়তো বজ্রশিখার মশাল জ্বলতো


তোমার ছবিতে আমরা সাজিয়েছি গোড়ের মালা
এসবই আমাদের প্রতিযোগিতা
বিপ্লবের রক্তে তুমি যে প্রেমকে  ধুয়ে নিয়েছিলে
দেখেছিলো কি তোমার সমকাল?


কাফের বলে যারা দিয়েছিল গালি
আজ তারাই চায়ের পেয়ালায় ধূম ওড়াচ্ছে
কবির হাসি হাসি মুখের সামনে


মনে হচ্ছে কবি হাসতে হাসতেই
বলে উঠবেন এখুনি-----'দে গরুর গা ধুইয়ে'----